রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | জলাশয় গায়েব, উবে গেছে রাস্তা, নিখোঁজ নিকাশি নালা, কড়া ব্যবস্থার আশ্বাস ভূমি রাজস্ব দপ্তরের

Sumit | ২০ ডিসেম্বর ২০২৪ ১৪ : ২২Sumit Chakraborty


মিল্টন সেন, হুগলি:  রাতারাতি উবে গেছে গ্রামের একমাত্র জলাশয়। হয়েছে বাড়ি। জলাশয় বোঝানো বাকি জমিও ঘিরে জেলা হয়েছে পাঁচিল দিয়ে। সেটাও নাকি বিক্রি করে দেওয়া হয়েছে। একইসঙ্গে নিশ্চিহ্ন হয়েছে দুই গ্রাম সংযোগকারী ৩২ ফুটের একমাত্র রাস্তা। নিকাশি নালারও হদিস মিলছে না। ঘটনা জানাজানি হতেই রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে এবং ভূমি রাজস্ব দপ্তরে।

 

পরিদর্শনে এসে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক জানিয়েছেন, প্রয়োজনে বুলডোজার চালিয়ে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে গ্রামের চেহারা। ঘটনাটি ঘটেছে পোলবা থানার অন্তর্গত জগন্নাথ বাটি এলাকায়। স্থানীয় গ্রামবাসী বুদ্ধদেব দে জানিয়েছেন, মোট সাড়ে চার বিঘে ওই জমির মালিক ছিলেন স্থানীয় সুবোধ দাস এবং তার পরিবার। জমির অধিকাংশ এলাকা জুড়ে ছিল জলাশয়। আর সংলগ্ন জমিতে ছিলো বাঁশ বাগান এবং বেশ কিছু বড় বড় গাছ। সম্প্রতি হাত বদল হয়ে জমির মালিকানা যায় সংলগ্ন মহেশপুর এলাকার প্রোমোটার তপন মন্ডলের হাতে। তারপরেই লোকজন নিয়ে জলাশয় লাগোয়া বাঁশবাগানের মাটি কেটে জলাশয় ভরাট করে প্রোমোটারের লোকজন।

 

গ্রামের মানুষ ভয়ে কিছু বলতে পারেননি। তিনি পোলবা বি এল আর ও অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন ওই জমি সরকারি খাতায় জলাশয় হিসেবেই রেকর্ড রয়েছে। বুদ্ধদেব বাবুর অভিযোগ, জলাশয় বোঝানো হয়েছে। বাগান কেটে ফেলা হয়েছে। নিকাশি নেই, ফলে সামান্য বৃষ্টিতেই গোটা এলাকা জলমগ্ন হচ্ছে। রাস্তায় জল জমে কেচকেচি পাড়ায় রাস্তার একটা বড় অংশ ভেঙে গেছে। গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযোগ দায়ের করেছিলেন।

 

গত বুধবার ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পোলবা থানার ওসিকে সঙ্গে নিয়ে ওই এলাকায় পরিদর্শনে এসেছিলেন। ম্যাপ দেখে আধিকারিক বলেছেন বিক্রি করা গোটা জমির ৭৫ শতাংশই ডোবা রেকর্ড রয়েছে। স্থানীয়দের আশ্বস্থ করেন জমি আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।

 


স্থানীয় গৃহবধূ পারমিতা দাস বলেছেন, ওই জলাশয়ে তিনি এবং গ্রামের বাসিন্দারা স্নান করতেন। পুকুরে তিনি নিয়মিত বাসন মাজতেন। স্থানীয়রা পুকুরে মাছ ধরত। ডোবা বুঝিয়ে দেওয়ার ফলে এলাকায় জল জমছে। স্থানীয় রীতা শাসমলের অভিযোগ, আম, জাম, কাঠাল, পিটুলি এরকম অনেক বড় বড় গাছ ছিল। বাঁশ বাগান ছিল। সব কেটে নষ্ট করে দিয়েছে। একই অভিযোগ করেছেন কেচকেচি পড়ার বাসিন্দা পূর্ণিমা কেচকেচি। তিনি বলেছেন, হটাৎ করেই এসব হয়েছে।

 

জগন্নাথ বাটি এবং কেচকেচি পাড়া যোগাযোগকারি ৩২ ফুট চওড়া একটি পঞ্চায়েতের রাস্তা ছিল। পাশে ছিল নিকাশি নালা। বর্তমানে রাস্তা পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। নালার হদিস নেই। প্রোমোটার লোকজন নিয়ে এসে জোর করে এসব করেছে। এই প্রসঙ্গে পোলবা ভূমি রাজস্ব দপ্তরের আর আই বলেছেন, অভিযোগের ভিত্তিতে তিনি বি এল আর ও রাজশ্রী মান্নার নির্দেশে ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেছেন অভিযোগ সত্য। সরকারি খাতায় এখনও ওই জমি ডোবা হিসাবে রেকর্ড রয়েছে। এছাড়াও আরও অনেক কিছু তাঁর নজরে পড়েছে। তিনি যাবতীয় রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে জমা করে দিয়েছেন। বিষয়টি নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার দিকে এগোচ্ছে প্রশাসন।


Water BodiesDrainage ChannelsLand Revenue Department

নানান খবর

নানান খবর

‘তোর নাকটা বড় সুন্দর’, মাঝরাতে স্ত্রী ঘুমোতেই নাক কামড়ে খেয়ে নিলেন স্বামী! যুবতীর অভিযোগে তোলপাড়

প্রতিবন্ধকতাকে হারিয়ে মাধ্যমিকে সাফল্য, অনুপ্রেরণার নাম নয়ন, হতে চায় প্রশাসক

বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতেই চরম পদক্ষেপ! ফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার রহস্যমৃত্যু

মাটিয়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট, গ্রেপ্তার ১

আগামী সপ্তাহেও জেলায় জেলায় ঝড়বৃষ্টি, কালবৈশাখী তাণ্ডব চালাবে উত্তর থেকে দক্ষিণে!

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

সোশ্যাল মিডিয়া